কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা মহানগরের কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেছা সরকারি স্কুল ও কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লার উপদেষ্টা হাছান আহমেদ কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেছা সরকারি স্কুলের কেন্দ্র পরিদর্শন শেষে জানান, মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণ করছে। আমি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রত্যেক শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি ও তাদের সফলতা কামনা করছি।
এ সময় আরো বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লার উপদেষ্টা কামারুজ্জামান সোহেল ও ইসরাইল হোসাইন। এ সময় ফোরামের নাজমুল হাসান পঞ্চায়েত, ডা. আবদুল্লাহ খান, কাজী আকিব আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর শাখার নির্বাহী পরিচালক ফরহাদ হোসাই জারিফ জানান, ‘এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৫ লাখ টাকার মেধাবৃত্তি দেয়া হবে।’



