কুমিল্লা -৯ নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতা ও ওই আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকরা। এ সময় অন্তত এক ঘণ্টা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে নেতাকর্মীরা
মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

জাতীয় সংসদীয় আসন কুমিল্লা- ৯ পুনর্বহাল রেখে নতুন খসড়ায় ঘোষিত সীমানা বাতিলের দাবিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতা ও ওই আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকরা। এ সময় অন্তত এক ঘণ্টা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

বুধবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এ অবরোধ করে নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, ছাত্র সমন্বয়ক নূর মোহাম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঈসমাইল হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ খোকা, তারিফুল ইসলাম তারিফ, রুবেল হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ায় সারাদেশের ৩৯টি আসনের পরিবর্তিত খসড়া প্রকাশ করা হয়। এরমধ্যে কুমিল্লা জেলার ছয়টি আসন রয়েছে। এ খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে কুমিল্লা- ৯ নির্বাচনী এলাকার সাবেক এমপি বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও তার সমর্থকরা বিক্ষোভসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।