নোয়াখালীর সূবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে গাড়িসহ শরীফ ও নূর নবী নামে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আটক শরীফ ও নূর নবীর বাড়ি লক্ষীপুর ও চর জব্বার বলে জানায় স্থানীয়রা।
সুবর্ণচর থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার জানান, সকাল ৭টার দিকে চরজুবলী ইউনিয়নের বাধেরহাট সড়কের উপর একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা তল্লাশির জন্য থামতে বলে। এ সময় চালক দেশীয় অস্ত্র উচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একত্রিত হয়ে গাড়িটিকে ধাওয়া করে ধরতে সক্ষম হন। আটককৃতদের এলাকাবাসী গণধোলাই দেন।
পরে ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরীফ ও নূর নবীকে আটক করে চরজবর থানা পুলিশ।



