মো: আবু সাঈদ জেলা প্রশাসক

বৈষম্যর কারণে জুলাই বিপ্লব হয়েছে

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ বলেন, ‘বৈষম্যের কারণে দেশ স্বাধীন হয়েছে ও জুলাই বিপ্লব হয়েছে।’

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
মো: আবু সাঈদ জেলা প্রশাসক
মো: আবু সাঈদ জেলা প্রশাসক |নয়া দিগন্ত

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ বলেন, ‘বৈষম্যের কারণে দেশ স্বাধীন হয়েছে ও জুলাই বিপ্লব হয়েছে।’ কাউখালীতে নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টাযর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ।

উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘বৈষম্যর কারণে দেশ স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।