রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড |নয়া দিগন্ত

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার মামলায় উচাই লা মারমা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি উচাই লা মারমার বাড়ি কাউখালী উপজেলার বড়তলী পাড়ায়। ২০০১ সালের ২ জুলাই দুপুরে আসামি উচাই লা মারমা ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী নাইচাই উ মারমাকে হত্যা করেন।

১৫ বছর আগে কাউখালী উপজেলার বড়তলী পাড়ার চাইথে ওয়াই অং মার্মার ছেলে উচাই লা মারমার সাথে নাইচাই উ মারমার বিবাহ দেয়া হয়। তাদের ঘরে দু’ মেয়ে ও ছেলে আছে। তাদের দাম্পত্য জীবন দীর্ঘদিন সুখে শান্তিতে থাকার পর আসামি উ মারমার সাথে একই গ্রামের মিনু মার্মা নামে অন্য এক মার্মা নারীর সাথে অবৈধ সম্পর্কের সূত্রপাত ঘটে। এ নিয়ে ভিকটিমের সাথে আসামি উচাই লা মারমার ঝগড়া বিবাদ হতো।

২০০১ সালের ২ জুলাই দুপুরে আসামি উচাই লা মারমা ধারালো দা দিয়ে তার স্ত্রী নাইচাই উ মারমাকে কুপিয়ে জখম করে হত্যা করেন।

সরকারি কৌসুলি-পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু জানান, আসামি তার স্ত্রীকে হত্যা করেছেন। হত্যার পর থেকে আসামি পলাতক। প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামি উচাই লা মারমার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন।