খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে কুরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে জেলা বিএনপির সাতদিনের কর্মসূচির অংশ হিসেবে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে নেতাকর্মীরা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

কুড়িগ্রামে দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সারাদেশের মতো জেলা বিএনপি সাতদিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কুরআন খতমে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা নারী দলের আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নারী দলের সভাপতি রেশমা সুলতানা, সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, যুগ্ম সম্পাদক উম্মে আছমা ইসলাম রিতা বেগম প্রমুখ।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।