শ্রীমঙ্গলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দুপুরে শহরের কলেজ রোডস্থ শিশুপার্ক মাঠে মিলাদ ও দোয়া শেষে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
দোয়া ও শীতবস্ত্র বিতরণ
দোয়া ও শীতবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত

বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোয়া মাহফিল ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ শিশুপার্ক মাঠে মিলাদ ও দোয়া শেষে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলীসহ শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া শেষে যুক্তরাজ্য প্রবাসী সরফরাজ আহমেদ সরফু নিজ হাতে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।