গাজীপুর-৩ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রার্থীর মনোনয়নপত্র দাখিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে (শ্রীপুর-সদরের আংশিক) নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আটজন ও রোববার এক জন প্রার্থী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

শেষ দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. জাহাঙ্গীর আলম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলমগীর হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো: এহসানুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আশেকে মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী মো: ইজাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।

এ সময় প্রার্থীদের পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন অফিস এলাকা মুখরিত হয়ে ওঠে।

মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেন এবং ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র নেয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর-৩ সংসদীয় আসনটি শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন। একটি পৌরসভা, দুটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনবহুল এ আসনটিতে এবার বেশ জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে।