চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সিফাত (১৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সিফাত কক্সবাজার ইনানি বিচ এলাকার সেফাটখালী গ্রামের আমান উল্লাহর ছেলে। রাত ৮টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরির দল একাধিক চেষ্টা করেও সিফাতের সন্ধান পায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেঁড়িবাধ সংস্কারে জেনেসিস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। তারা দু’বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে যায়। এ সময় তার সাথে থাকা সহপাঠীকে মোবাইল দিয়ে ছবি তুলতে বলে জোয়ারের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও সিফাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার সহপাঠী। পরে বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানায়। কুমিরা ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকাতে তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু ডুবুরি দল না থাকাতে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। নগরীর আগ্রাবাদ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবরি দল আসার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।