মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে পদ্মা উত্তর থানার বিপরীতে খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শমসের আলী (৩২), মো: রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থান থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।



