রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

রংপুর-৩ (সদর) আসনের নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

রংপুর-৩ (সদর) আসনের সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-১ (গংগাচড়া) আসনে অন্তর্ভূক্ত করে নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রংপুর মহানগরীর কাচারী বাজারে এই মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন কয়েক শ’ ওয়ার্ডবাসী। এসময় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো: নজরুল ইসলাম দেওয়ানী, সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মো: মাহমুদুল হাসান, সদস্য সচিব আলমগীর কবির শাহীন, এলাকাবাসী মো: নূর হাবীব স্বপন, নুরুন্নবী মিয়া প্রমুখ।

এসময় বক্তব্যে সংসদীয় আসন রক্ষাকমিটির সদস্য সচিব আলমগীর কবির শাহীন বলেন, ‘কোনো ধরণের আলাপ আলোচনা না করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যা হটকারি। কারণ স্বাধীনতার পর থেকেই এই ওয়ার্ডের মানুষ রংপুর সদর ৩ আসনে ভোট দেন। কিন্তু নির্বাচন কমিশন উদ্দেশ্যে প্রণোদিতভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ। আমরা আগের সীমানা চাই। এখন মানববন্ধন করলাম প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করবো।’

এসময় বক্তব্যে সংসদীয় আসন রক্ষাকমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান বলেন, ‘আমরা এর আগেও প্রতারিত হয়েছে। সিটি করপোরেশনের যখন থানা হয়েছে তাতেও উদ্দেশ্যে প্রণোদিতভাবে কোতয়ালী থেকে সরিয়ে হারাগাছ থানায় নেয়া হয়েছে। এবার আমাদের গঙ্গাচড়া আসনে সংযুক্ত করা হলো। এটাও আমাদের সাথে প্রতারণা। কারণ সদর উপজেলা আমাদের ওয়ার্ড থেকে ১ মাইল আর গঙ্গাচড়া উপজেলার দুরত্ব ২৫ মাইল। এটা বাস্তবায়ন হলে আমাদের সব কিছুতেই হয়রানিতে পড়তে হবে।’

তিনি বলেন, ‘দ্রুত নতুন সীমানাতে সিটির ৯নম্বর ওয়ার্ডকে রংপুর-৩ সদর আসনের সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো আমরা ‘

পরে একই দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসি ও আঞ্চলিক নির্বাচন কর্মকতার মাধ্যমে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

এ ব্যপারে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, ‘স্মারকলিপি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। এলাকাবাসীর সেন্টিমেন্ট তাদেরকে ওভার টেলিফোনেও ব্রিফ করেছি।’