নাটোরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।
এ সময় দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নিবার্হী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম।
এছাড়া নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সহ-সভাপতি মো: শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, আমার দেশ প্রতিনিধি আব্দুস সালাম, রিয়াজুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, ‘ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে। এতে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, যাদুঘর স্থাপনসহ রাজবাড়ির উন্নয়ন, বড়াইগ্রাম উপজেলায় ইকো পার্ক স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফ্লাইওয়ে নির্মাণ, যানজটমুক্ত ও পলিথিনমুক্ত শহর স্থাপন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।
এ সময় কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাগুলো পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।



