বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী

সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা করার দাবি

নয়া দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব (অব:) আব্দুস সালাম, মুখ্য আলোচক ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা
সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা: শাহ জামাল।

নয়া দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব:) আব্দুস সালাম, মুখ্য আলোচক ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন।

বক্তব্য রাখেন অধ্যাপক ডা:আব্দুস ছালাম, র‍্যাব-হেডকোয়ার্টারের আইন কর্মকর্তা আবু হাসান রুবেল,অধ্যাপক আব্দুস সামাদ,কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক পরিচালক নুরুল ইসলাম, নরেশ চন্দ্র জায়দার, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ওয়াসিম কুমার, প্রভাষক-হিলটন,কে. এম আমিনুল ইসলাম হেলাল, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,অধ্যাপক জিতেন্দ্রনাথ সরকার, জহুরুল ইসলামসহ অনেকে।

বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলাসহ সলঙ্গার উন্নয়নে একাত্বতা প্রকাশ করে আগামীতে সলঙ্গার উন্নয়নে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।