চট্টগ্রামের মিরসরাইয়ে আলোচিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে হত্যার ঘটনায় প্রধান আসামি বাবা মো: নুরুজ্জামান (৬৫) ও সৎ মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। পরে তাদের দু‘জনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুরুজ্জামানকে এবং একই এলাকার একটি আবাসিক হোটেল থেকে দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করে র্যাব-৭ ও র্যাব-৯।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘সাহেদ হত্যার পর তার বাবা নুরুজ্জামান ও দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৭ ও র্যাব-৯ যৌথ অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার বাসস্টপেজ থেকে তাদের গ্রেফতার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।’
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আরমান বলেন, ‘সোমবার সন্ধ্যায় সিলেট থেকে র্যাব-৭-এর একটি দল নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামিদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের দুপুরে আদালতে তোলা হয় এবং দু’দিন রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।’
তিনি আরো বলেন, ‘নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের জৈন্তাপুরে। তবে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়নি। সিলেট শহরের একটি বাসস্ট্যান্ড থেকে র্যাব তাকে গ্রেফতার করেছে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি।’
উল্লেখ্য, নুরুজ্জামান দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলে প্রথম সংসারের ছেলে সাহেদের সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে নুরুজ্জামান। ঘটনায় সাহেদের মা মামলা করলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।