দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের জন্য বিশেষ অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘ভূমিধস বিষয়ক স্বেচ্ছাসেবক মডেল ও মহড়া’ শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে এম আবদুল ওয়াদুদ আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ৮০ লাখ স্বেচ্ছাসেবক রয়েছেন। যারা দেশের নানা দুর্যোগ সহ বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকেন। দুর্যোগকালীন সময়ের এসব স্বেচ্ছাসেবকদের জন্য আরো নানা সরঞ্জাম, প্রযুক্তি নির্ভর মাধ্যম পৌঁছানো গেলে দুর্যোগকালীন ক্ষয়-ক্ষতি আরো কমানো যাবে। তার জন্যই জেলা ভিত্তিক শত কোটি টাকার অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় বান্দরবান ও কক্সবাজার জেলার ২ শ’ স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন।
কারিতাস বাংলাদেশের পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: রাসেল সাবরিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব অসীম চন্দ্র বণিক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: মোমিনুল ইসলাম, বিডিআরসিএস এর যুব ও স্বেচ্ছাসেবা বিভাগের পরিচালক সাবিনা ইয়াসিন।
শুরুতে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মাজাহারুল ইসলাম আশি, স্বেচ্ছাসেবকদের কর্ম পরিধি জানান সংস্থার চট্টগ্রাম বিঅগীয় পরিচালক মার্সেল রতন গুদা।
এতে ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।



