এক মাসে লক্ষাধিক ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না; আমাদের নগরকর্মীদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ বলে জানিয়েছে ডিএনসিসি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) |সংগৃহীত

গত এক মাসে নগরজুড়ে ১ লাখ ২৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শহর পরিচ্ছন্নতার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগরভবনে ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রমবিষয়ক এক বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা অনুরোধ করছি দয়া করে শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না। আমাদের নগরকর্মীদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ।’

জানা যায়, সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চল-৩ এ সর্বাধিক ২৯ হাজার ৪৪১টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া অঞ্চল-২ থেকে প্রায় ২৫ হাজার, অঞ্চল-৪ থেকে ১৮ হাজার, অঞ্চল-৫ থেকে ১২ হাজার ও অঞ্চল-৯ থেকে প্রায় ১১ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

এদিকে গত মাস থেকে ডিএনসিসি নগরের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি স্থানে বিনামূল্যে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত স্থান ঘোষণা করে। এরপরই অবৈধভাবে স্থাপিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে একযোগে অভিযান শুরু করে ডিএনসিসি। পরে ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। বাসস