ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো: শহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জসিম মিয়া
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জসিম মিয়া |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে জসিম মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো: শহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়ার (৭৫) সাথে বাগ্বিতণ্ডা হয় ছেলে জসিম উদ্দিনের। একপর্যায়ে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ছাহাইট) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে জসিম। এতে রক্তাক্ত হয়ে লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করলে ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলার তদন্তে পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে মামলাটি আদালতে একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিচারার্থে আমলে নেয়া হয়। পরে ২০২৪ সালের ৭ অক্টোবর জসিম উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করে। একইসাথে সকল সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত জসিমকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে বাদি পক্ষ ন্যায়বিচার পেয়েছে।’

অন্যদিকে মামলায় আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’