ফরিদপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারা অতি দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানিয়ে বলেন, দেশে বিদেশী ষড়যন্ত্রে নির্বাচন বানচালের উদ্দেশ্যে এসব ঘটনা দেশবাসী দেখতে পাচ্ছে। এই অপতৎপরতার সাথে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।



