চবি ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের নেতৃত্বে সেলিম-মনসুন

শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে চবি’র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবস পালন ও পরে কমিটি ঘোষণা করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সভাপতি আব্দুল হাই সেলিম ও সাধারণ সম্পাদক মো: সাইফ উল্ল্যাহ মনসুর
সভাপতি আব্দুল হাই সেলিম ও সাধারণ সম্পাদক মো: সাইফ উল্ল্যাহ মনসুর |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের (ইউসিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সমাজসেবক আব্দুল হাই সেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পপতি মো: সাইফ উল্ল্যাহ মনসুর।

শনিবার (২২ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে চবি’র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবস পালন ও পরে কমিটি ঘোষণা করা হয়।

এতে এলাকার সাবেক ও বর্তমান চবিয়ানরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটে এ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সাহাব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আবুল হাসান মানিক, ব্যাংকার আশরাফ রিপন, আবুল বাশার, মো: সাইফ উল্যাহ সাহেদ, মো: আবদুল হালিম রকি, যুক্তরাষ্ট্র প্রবাসী আহসান উল্লাহ মিন্টু ও নোবিপ্রবির সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন চবিয়ান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউসিসি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা কোম্পানীগঞ্জ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।