গাংনীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুর গাংনীতে সাপে কামড়ে শামীম হোসেন (১৪) নিহত হয়েছেন; চিকিৎসক সতর্ক করে বলেছেন, ঝাড়ফুঁক না করে দ্রুত হাসপাতালে নেয়া জরুরি।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় শামীম হোসেন (১৪) নামের এক শিশুকে সাপ কামড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীম হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকার হারান মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: আব্দুল আজিজ জানান, শামীমকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের লোকজন তাকে ঝোড়াগঘাট গ্রামের ওঝা আবেদ আলীর কাছে নিয়ে রাতভর ঝাঁড়ফুক করায়। সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

ডা: আব্দুল আজিজ বলেন, হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন থাকার পরেও শুধুমাত্র সচেতনতার অভাবে এই উপজেলার প্রতিবছর সাপে কেটে অনেকের মৃত্যু হচ্ছে।

সাপে কাটা রোগীকে ওঝা দিয়ে ঝাঁড়ফুক না দিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

Topics