কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভুঁইয়ার পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের সব সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মানুষ শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হয়। অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া নিজে জাতীয় পতাকা হাতে মিছিলে নেতৃত্ব দেন।
মার্চ ফর দাঁড়িপাল্লা নামের এ মিছিলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দাঁড়িপাল্লার রেপ্লিকা, সাদা পতাকায় খচিত দলীয় লোগো ও প্রার্থীর ছবি নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। প্রবীণ ও বয়স্কদের পাশাপাশি তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় শহরজুড়ে এ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মিছিলে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমির ক্বারী নজরুল ইসলাম, শহর আমির আ ম ম আব্দুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ কয়েক হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।



