কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইক উল্টে ইসমাইল হোসেন (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকুন্দিয়া-মঠখোলা সড়কের লাউতলী বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেনপুর উপজেলার আশুতিয়া বকুল নগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
নিহতের চাচাত ভাই আমিনুল হক জানান, হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে বিকেলে ইসমাইল এক ব্যবসায়ীর মালামাল নিয়ে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লাউতলী বাজারের কাছে গিয়ে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ইসমাইল অটোবাইকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় অটোতে থাকা ব্যবসায়ী তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজন এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



