বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় পাইকারি হারতা বাজার এখন প্রভাবশালীদের দখলে। নিয়মনীতির তোয়াক্কা না করে বাজারের ভেতর একের পর এক বহুতল ভবন গড়ে তোলায় হারাচ্ছে ঐতিহ্য। পাশাপাশি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখলে মনে হয় এটি কোনো আবাসিক এলাকা। অথচ জায়গাটি উপজেলার সবচেয়ে বড় পাইকারি হারতা বাজার। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাজার দখল করে নিজেরাই নিয়ন্ত্রণ করছেন। নিয়ম ভেঙে গড়ে তুলেছেন বহুতল ভবন।
একসময় এ বাজার থেকেই জেলার পাইকাররা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মাছ কেনাবেচা করতেন। তবে বর্তমানে ভবন নির্মাণে বাজারের ভেতরে বাইরে জায়গা সংকট দেখা দেয়ায় দূর-দূরান্তের ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে কমেছে রাজস্ব আয়ও।
এ অবস্থায় বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে উপজেলা কর্তৃপক্ষ কয়েক দফা প্রচারণা চালিয়ে তালিকা তৈরি করেছে। দখলদারদের চিঠিও দিয়েছে। কিন্তু কার্যত পদক্ষেপ থমকে আছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, যথাযথ উদ্যোগের অভাবেই বাজারটি এখন মুখ থুবড়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, হাটের জমি যদি দখল হয়ে যায়, তবে সাধারণ মানুষের জমি দখল হতে আর সময় লাগবে কতটুকু? সরকারি জমি দখল করে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। প্রশাসন মুখে দখলমুক্ত করার উদ্যোগ নিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেই। চাইলে প্রশাসন বাজারের আগের পরিবেশ ফিরিয়ে আনতে পারে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো:আলী সুজা বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিতে কাজ চলছে।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন বলেন, অবৈধ দখলদারদের সত্যতা পাওয়া গেলে শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে।