শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে দরবেশচালা ও গজনী চৌরাস্তার মোড় নামক স্থানে পৃথক এ দু’টি ঘটনা ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sherpur
ঝিনাইগাতী থানা
ঝিনাইগাতী থানা |সংগৃহীত

শেরপুরে ঝিনাইগাতীর গজনী বীট এলাকায় বন্য হাতির আক্রমণে দেড়ঘণ্টার ব্যবধানে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে দরবেশচালা ও গজনী চৌরাস্তার মোড় নামক স্থানে পৃথক এ দু’টি ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে কৃষক আজিজুর রহমান আকাশ (৪৫) এবং গজনী এলাকার গারো শ্রমিক ফিলিস মারাক (৪২)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বন্যহাতির আক্রমণে দু’জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির তান্ডব থেকে পাকা বোরো ধানক্ষেত রক্ষা করতে গিয়ে নিহত দুই ব্যক্তি হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ে পিষ্ট করে তাদের নাড়ি-ভুড়ি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি