হাদিকে গুলির ঘটনায় কুলাউড়ায় আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ

বিক্ষোভকারীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা দেশে চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
হাদিকে গুলির ঘটনায় আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ
হাদিকে গুলির ঘটনায় আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

মিছিলটি কুলাউড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

এ সময় মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল কালাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বখশ টিপু ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হাবিবুর রহমান হাসানীসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা দেশে চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।