মুন্সীগঞ্জের সদর উপজেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
সোমবার যোহরের নামাজের পরে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুন্সীঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। একইসাথে ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন। পরবর্তীতে ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।