পার্বত্য রাঙ্গামাটিতে স্থানীয় সাংবাদিকতা উন্নয়ন, দক্ষতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে রাঙ্গামাটি প্রেসক্লাব ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) মধ্যে সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
দুই প্রজন্মের সাংবাদিকদের এই আলোচনাকে রাঙ্গামাটির সাংবাদিক অঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের অতিথি কক্ষে রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতাদের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নব নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সদস্য উছিংচা রাখাইন, সাংবাদিক বিহারি চাকমা উপস্থিত ছিলেন।
রাবিপ্রবিসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: আয়নুল ইসলাম, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা।
প্রেসক্লাবের নেতারা রাবিপ্রবিসাসের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণ সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত উন্নয়নে রাঙ্গামাটি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংবাদিকতা উন্নয়নমূলক কার্যক্রমে দুই পক্ষ একসাথে কাজ করবে।
অন্যদিকে রাবিপ্রবিসাস নেতারা রাঙ্গামাটি প্রেসক্লাবের দীর্ঘদিনের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরো সুসম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে রাঙ্গামাটির সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।



