মেলান্দহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিকেলে বাড়ির উঠানে খেলছিল বায়েজিদ। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখা যায় বায়েজিদকে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু বায়েজিদ ওই এলাকার মো: রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল বায়েজিদ। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখা যায় বায়েজিদকে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।