ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে হাস-মুরগী নিয়ে তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে বড় ভাই টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টুকু মোল্লা ওই গ্রামের মরহুম ইদ্রিস মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুকু মোল্লার চাচাত ভাই সোহাগ মোল্লার স্ত্রী সিমা বেগমের (২৫) সাথে বাড়ির গৃহপালিত হাঁস-মুরগী নিয়ে মহিলাদের মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে বিষয়টি পুরুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে টুকু মোল্লার সাথে সিমা বেগমের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সিমা বেগম ধারালো বটি দিয়ে টুকু মোল্লার বাম পাশের বুকে কোপ দেন। এতে টুকু মোল্লা গুরুতর আহত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ পুলিশ হেফাজতে নেয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



