অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামী দলগুলোর ভোটের বাক্স থাকবে একটি

‘স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এদিকে গণতন্ত্রকে হত্যা ও দাফন দু’টিই করেছিল হাসিনা।’

Location :

Ishwardi
অধ্যাপক মুজিবুর রহমান
অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে সমস্ত ইসলামী দল সমঝোতার মাধ্যমে একটি ভোট বাক্সে থাকবে। সেই লক্ষ্যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অনেক দূর সফলতাও অর্জন হয়েছে। আল্লাহ যদি কবুল করে এটা হবে ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এদিকে গণতন্ত্রকে হত্যা ও দাফন দু’টিই করেছিল হাসিনা। ২০১৪ সালে বিনাভোটে ১৫৩ জন এমপি হয়েছে আর ২০১৮ সালের নির্বাচন হয়েছে নিশিরাতের ভোটে। পৃথিবীর ইতিহাসে রাতের বেলায় কোথাও ভোট হয়নি কিন্তু হাসিনা তা করেছে। যেসব দলকে সংসদে দেখা গেছে জনগণ তাদের আর চায় না।’

নেতাকর্মীদের উদ্দেশ করে সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘রাসুল (স:) লোকজনকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে কাজ করেছেন। আপনারাও জনগণকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করবেন। গাজায় নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাসূলের আদর্শ ও কোরআনের আইন চালু করতে হবে। সকল টার্গেট হবে আল্লাহর আইন চালু করা। কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।‘

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, দেশ বরেণ্য সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।

এ সময় ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানী খান যোবায়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহইয়া, পাবনা জেলা শিবিরের সভাপতি ইসরাইল হোসাইন শান্তসহ উপজেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।