বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির উন্নয়নের রূপকার ও আজীবন দাতা সদস্য মির্জা আহসানুল হাবিব।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ
বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. নূরুল হক।

প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির উন্নয়নের রূপকার ও আজীবন দাতা সদস্য মির্জা আহসানুল হাবিব।

উদ্বোধনী বক্তব্য দেন বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক এ কে এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রব সিদ্দিকী, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, আনোয়ার উদ্দিন সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এসএভিপি আবুল কালাম মো: শামসুল হক, শিক্ষা ও উন্নয়ন সংস্থা বিডি’র সেক্রেটারি আরিফুর রহমান সাবেক প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ ও সাবেক সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা।