লক্ষ্মীপুরে ছেলের হাতে বাবা খুন

ঈদের আগে জামিনে বেরিয়ে আবারো মাদককারবারে সাথে জড়িয়ে পড়েন মামুন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর
‎রায়পুর থানা
‎রায়পুর থানা |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে ছেলের ধারাল দা-এর এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন বাবা আলী দেওয়ান সর্দার (৭৫)।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যান ছেলে মামুন (৩৫)।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদককারবারে সাথে জড়িত। কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে বেরিয়ে আবারো মাদককারবারে সাথে জড়িয়ে পড়েন মামুন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার রাতে আলী দেওয়ান সর্দার এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলের কাছে ওজু করতে গেলে পেছন থেকে ছেলে মামুন তাকে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে ঘটনারস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন মাদককারবারি ও সেবন করতেন। তার বাবা এসব কাজে বাধা দেয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকে অভিযান চলছে।