মায়ের কুলখানিতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

মঙ্গলবার ছিল আবুল হোসেনের মায়ের কুলখানি। সে উপলক্ষে তিনি বাড়িতে কাজ করতে গিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নিহত আবুল হোসেন
নিহত আবুল হোসেন |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মায়ের কুলখানি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আলীয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ছিল আবুল হোসেনের মায়ের কুলখানি। সে উপলক্ষে তিনি বাড়িতে কাজ করতে গিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেন বলেন, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আবুল হোসেন নামের এক যুবক মারা গেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) আবুল হোসেনের মা ইন্তেকাল করেন।