চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৪২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ইঞ্জিনচালিত আলমসাধুর চালক গুরুতর আহত হন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার জেহালা ইউনিয়নে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের মাধবীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার বাগানমাঠ গ্রামের বাসিন্দা। তিনি শামসুল হক ফরাজীর ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী। আহত জহুরুল ইসলাম একই গ্রামের আব্দুল মালেকের ছেলে, যিনি ফকির নামেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাছবোঝাই একটি আলমসাধু চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাওয়ার সময় মাধবীতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার ড্রাম ট্রাক সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে আলমসাধুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এতে থাকা মোহাম্মদ আলী সড়কে ছিটকে পড়েন। এরপর ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনায় আলমসাধুর চালক জহুরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিক্ষুব্ধ স্থানীয়রা কয়েকটি ড্রাম ট্রাক আটক করলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বানী ইসরাইল জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত ট্রাকটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



