সাদুল্লাপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শুক্রবার বেলা ১১টার দিকে নলডাঙ্গা-রহমতপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
সাদুল্লাপুর থানা
সাদুল্লাপুর থানা |সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় এনামুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নলডাঙ্গা-রহমতপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এনামুল মিয়া মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বেলাল হোসেন বাবুর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে এনামুল মিয়া মোটরসাইকেল চালিয়ে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে মিয়ার বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি ইটবাহী ট্রাক্টরের সাথে ধাক্কায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়।