ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ নগরীর পাগুদাম ব্রিজের মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামের এক যুবক খুন হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা |নয়া দিগন্ত

ময়মনসিংহ নগরীর পাগুদাম ব্রিজের মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামের এক যুবক খুন হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারিদের দুই পক্ষের মধ‍্যে সংর্ঘষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো: সাইদুল হক টিসিবিতে চাকরি করেন এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষিকা।

নিহতের বাবা সাইদুল হক বলেন, ‘পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করা হোক।’

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।