ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো খাগড়াছড়িতে গিয়েছেন সাদিক কায়েম। নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল মাদরাসায় দেয়া হয়েছে সংবর্ধনা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ডাকসু ভিপি চট্টগ্রাম হয়ে খাগড়াছড়িতে প্রবেশ করেন। প্রবেশ পথে বিভিন্ন উপজেলায় তাকে স্বাগত জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় পার্বত্য জনতা।
বিকেলে বায়তুশ শরফ মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘আর কোনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, জুলুমবাজদের ছাড় দেয়া হবে না; সেটি হোক খাগড়াছড়ি বা ঢাকায়। পাহাড় থেকেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। চাঁদাবাজ, নৈরাজ্যকারী ও ফ্যাসিস্ট তৈরি হওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে আবু সাঈদ হয়ে উঠতে হবে। কোনো ফ্যাসিস্টের ঠাঁই বাংলার মাটিতে হবে না।’
এ সময় তিনি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যেকোনো অন্যায়ে চুপ করে না থেকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
মাদরাসায় পড়ার সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, ‘বায়তুশ শরফ মাদরাসা থেকে এদেশের নেতৃত্ব গড়ে উঠবে। এই মাদরাসা নিয়ে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করেছিল। এখানকার শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আরো দায়িত্বশীল হয়ে উঠার আহ্বান জানাচ্ছি।’
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের জেলা আমির সৈয়দ আবদুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদ এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদ ভিপি হাসান আল বান্না প্রমুখ।
এর আগে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি প্রবেশ পথে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি উন্নয়ন ফোরামসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ভিপি সাদিক কায়েম।
উল্লেখ্য, সাদিক কায়েম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করলেও তার বাবা খাগড়াছড়ি জেলার কাপড়ের ব্যবসায়ী। সেই সুবাদে তার শৈশব কাটে এ জেলাতেই এবং শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল মাদরাসায়।
২০১৪ সালে জিপিএ ৫.০০ পেয়ে দাখিল পাস করেন তিনি। পরে চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে জিপিএ ৫.০০ পেয়ে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।



