আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শীর্ষক সেমিনারে যোগ দিতে আগামী ১৪ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সেমিনারের আয়োজক ও শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’ এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত এ বিষয়ে কোরআন ও সুন্নাহভিত্তিক দিক-নির্দেশনা প্রদান করবেন তিনি।
আয়োজকরা জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিলনায়তনের সিট সংখ্যার ওপর ভিত্তি করে গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে । নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও যারা নিবন্ধন করতে পারেননি তাদের জন্য মিলনায়তনের বাইরে প্রজেক্টরের মাধ্যমে পর্দায় দেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রীম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।



