সম্প্রীতিই হতে পারে সিলেট উন্নয়নের ভিত্তি : জামায়াত আমির

শনিবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদের আয়োজনে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আঞ্চলিক প্রতিনিধিদের সাথে চা-চক্র ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাংবাদিকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময়
সাংবাদিকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময় |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘সিলেট সম্প্রীতির শহর। কিন্তু বিগত ১৫ বছরে আমাদের সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গিয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতি আমরা বিগত দিনের সেই অবস্থায় নেই। তাই আমাদের সিলেটের সামাজিক-সাংস্কৃতিক সৌহার্দ্য ও সম্প্রীতিই আবার ফিরিয়ে আনতে হবে। সম্প্রীতিই হতে পারে সিলেটের উন্নয়নের ভিত্তি।’

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক জালালাবাদের আয়োজনে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আঞ্চলিক প্রতিনিধিদের সাথে চা-চক্র ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্য-ঐতিহ্য অনেক শক্তিশালী। অতীতে এখানে যেকোনো সঙ্কট বা সমস্যায় সবাই মিলে কাজ করতেন। কে কোন দল বা মতের, তা বিবেচনায় না নিয়ে সামাজিক প্রয়োজনকে সবার আগে গুরুত্ব দেয়া হতো।’

তিনি বলেন, ‘আমরা যে ধর্মের মানুষই হই অন্য ধর্মের প্রতি সহনশীল হব। রাজনীতির ক্ষেত্রে ভিন্ন মতাদর্শের রাজনীতিকে সম্মান করব। নিজেরটাকে এগিয়ে নিয়ে যাব কিন্তু অন্যকে হেয় করব না। এ জায়গায় যদি সিলেট আগের মতো পথ দেখাতে পারে, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে।’

জামায়াত আমির সিলেটে তার দায়িত্বপালনকালীন সময়ের স্মৃতিচারণে সাংবাদিকদের অবদানের কথা মনে করে বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের নামকরণবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু পিছপা হন না। তারা অনেক প্রতিকূলতার পরেও সমাজকে এগিয়ে নিতে কাজ করে যান। সাংবাদিক ও সুশীল সমাজ সৎ হলে সমাজ এগিয়ে যায়। আমাদের সেই লক্ষ্যেই কাজ করতে হবে।’

পরে তিনি মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো: ফখরুল ইসলাম, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সাংবাদিক ওলীউল্লাহ নোমান, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।