ভূমিকম্পে নারায়ণগঞ্জে হেলে পড়েছে অনেক ভবন, অনেকগুলোতে ফাটল

মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

Location :

Narayanganj
অনেক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে
অনেক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে |নয়া দিগন্ত

কামাল উদ্দিন সুমন ও নিয়াজ মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ

ভুমিকম্পে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় হেলে পড়েছে অনেক বহুতল ভবন। এছাড়া অনেক স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক দেখা দেয় জনমনে। বিশেষ করে ফতুল্লা বিসিক এলাকায় যেসব গার্মেন্টস আজ চালু ছিল, সেখানে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদরাসার ভবনের দেয়াল ধসে যায় এবং এর আশপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডের দুটি বাড়ি এবং দুই নম্বর রোডের একটি বাড়ি অপরটির ওপর হেলে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়।

ফতুল্লার কাশিপুরের ৭৫ বছরের বয়স্ক বাসিন্দা অনুতপ্ত সাহা জানান, ‘আমার জীবনে এত ভয়াবহ কম্পন কখনো অনুভব করিনি। এটি ছিল সত্যিই আতঙ্কজনক।’

ভূমিকম্প শুরু হতেই নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লার বিভিন্ন বহুতল ভবন থেকে আতঙ্কিত নারী-পুরুষ ও শিশুরা দ্রুত নিচে নেমে আসে। ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক এলাকায় কয়েকটি রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান চালু থাকায় শ্রমিকরাও নিরাপদ স্থানে বেরিয়ে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ‘বেশ ভালো সময় নিয়ে ভূমিকম্প ছিল। ভালো কম্পন হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি। তবে ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া যাচ্ছে।’