শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের উদ্দেশ্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম-সচিব) ফৌজিয়া খান বলেছেন, ‘মোবাইলের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করেন।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহারা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকগণের সাথে সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ফৌজিয়া খান ফেসবুকে প্রচারিত একটি বিজ্ঞাপনের উপমা দিয়ে বলেন, ‘একটি শিশুর মা-বাবা সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় শিশুটি বলছিলো ‘আমি যদি মা-বাবা’র হাতের মোবাইল হতাম তাহলে আম্মা-আব্বা আমাকে আদর করতো। কারণ, শিশুটির মা-বাবা শিশুটিকে সময় না দিয়ে মোবাইল ফোনে সময় ব্যয় করছিলো।’
শিশুদের পাশাপাশি নিজেরাও মোবাইলের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ‘শিশুরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, নিয়মিত, ঠিক সময়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে কিনা খোঁজ খবর রাখুন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন। বাচ্চার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন। আগামী প্রজন্ম যেন আরো সুন্দর হয় সে দিকে খেয়াল রাখুন।’
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কুলিয়ারচরের যৌথ আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক প্রদত্ত শুকনা খাবার বিতরণ করেন।
এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর ভূমি অফিস সহ বিআরডিবি অফিস পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে পুকুরের উপর জলতরঙ্গে নতুন নির্মাণকৃত সেড উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, ইনস্ট্রাক্টর বিশ্বজিৎ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিআরডিবি আনিছুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ স্থানীয় সাংবাদিকরা।