অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় কুমিল্লায় চুন কারখানা গুড়িয়ে দিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রাম নামক এলাকার একটি চুন কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।
বিজিডিসিএলের ভিজিলেন্স ডিপার্টমেন্টের উপ-মহাবস্থাপক প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক জানান, অবৈধ পন্থায় বিজিডিসিএলের আট ইঞ্চি বিতরণ পাইপলাইন ছিদ্র করে চুন কারখানা অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করে। গত ১৫ ডিসেম্বর প্রথমবার চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় চারজন ব্যক্তিকে আটক করে মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুনরায় কারখানা কর্তৃপক্ষ অবৈধ সংযোগ গ্রহণ করায় গত ৩০ ডিসেম্বর কারখানার গ্যাস সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়। আজ অভিযানে চুন কারখানার বাউন্ডারি দেয়াল এবং তিনটি সনাতনী ফার্নেস এক্সকেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিডিসিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, ব্যবস্থাপক মো: সেলিম খান, ব্যবস্থাপক মো: আরিফুজ্জামান হামিদী, উপ-ব্যবস্থাপক মো: আব্দুর রউফসহ অন্য কর্মকর্তারা।
অভিযান পরিচালনায় চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।



