চাঁদপুরে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বুধবার সকালে নদী কেন্দ্র ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
নয়া দিগন্ত

চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র ‘বাষিক (২০২৪-২৫) গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে। বুধবার (১৮ জুন) সকালে নদী কেন্দ্র ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুল হাসান। কর্মশালাটি দুইটি পর্বে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: আনোয়ার হোসেন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. আনিসুর রহমান।

চাঁদপুর নদী কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদপুর আরএস এসএসও রুমানা ইয়াসমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর নদী কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা ড. মো: ফেরদৌস সিদ্দিকী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন জেলার মৎস্য অধিদফতরের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।