নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ মেলা। বুধবারে সকালে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিস। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন খামারী আলাউদ্দিন মিয়া ও সাংবাদিক জি এম ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, খামারি, সাংবাদিক ও, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
মেলায় ২৬ স্টলে ২০জন খামারি তাদের পালিত পশু ও পোষা পাখি নিয়ে উপস্থিত হন। সকাল থেকে শুরু হয়ে এই মেলা চলবে বিকাল পর্যন্ত। পরে বিভিন্ন বিভাগে সফল খামারিদের পুরস্কৃত করা হবে।



