বরিশালে জুলাই যোদ্ধাদের মাঝে ২১ লাখ টাকার চেক প্রদান

প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার
আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার |নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় ‘সি’ ক্যাটাগরিভুক্ত সদর উপজেলার ২১ জন আহত জুলাই যোদ্ধার মাঝে মোট ২১ লাখ টাকার অনুদান প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল আলম, এয়ারপোর্ট থানার ওসি মো: জাকির শিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারসহ বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।