হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর পায়ে ধরে কেউ রাষ্ট্রপতি হবে জনগণ এমন বাংলাদেশ চায় না

‘বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে হবে। কারণ দেশের জনগণ চায় স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে যেন তাদের সন্তানরা চাকরি পায়। তাই এবারের গণভোটে আমাদের ভোট হবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ |ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পায়ে ধরে, অনুমতি নিয়ে কেউ দেশের রাষ্ট্রপতি হবেন জনগণ এমন বাংলাদেশ চায় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে হবে। কারণ দেশের জনগণ চায় স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে যেন তাদের সন্তানরা চাকরি পায়। তাই এবারের গণভোটে আমাদের ভোট হবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, তিনি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আল আমিন ভাই আপনাদের সন্তান। সন্তানকে কিভাবে সফল করবে সেটার দায়িত্ব হচ্ছে পরিবারের। বাবা-মায়ের মুখ কিভাবে উজ্জ্বল করবে সেই দায়িত্ব সন্তানের। আর আপনার সন্তানকে কিভাবে সফল করবেন সেটা নিয়ে আপনারা কাজ করবেন।’

এ সময় হাসনাত আব্দুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্লোগান ধরে নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনীত প্রার্থীকে সফল করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে, দেলপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আদিলুর রহমানের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।