তাড়াশে ৩ পতিতাসহ শ্রমিক লীগ নেতা আটক

‘শ্রমিক লীগ নেতা মাসুদ রানা মান্নান নগড় বাজারে বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহব্যবসা করছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে ৩ পতিতাসহ শ্রমিক লীগ নেতা আটক
তাড়াশে ৩ পতিতাসহ শ্রমিক লীগ নেতা আটক |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে তিন নারী পতিতাসহ শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার মান্নাননগড় বাজারের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জের সলঙগা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫০) এবং নাটোরের লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার লতুবদি গ্রামের সোনিয়া (২৩), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মীম আক্তার (১৯)।

পুলিশ জানায়, শ্রমিক লীগ নেতা মাসুদ রানা মান্নান নগড় বাজারে বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহব্যবসা করছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, শ্রমিক লীগ নেতা একজন নারীকারবারি। তিনি বিভিন্ন এলাকা থেকে মেয়ে নিয়ে এসে দেহব্যবসা করান। তারা কেউ শিল্পী নয়। তাদের অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

অভিযুক্ত সম্পা আক্তার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা যৌনকর্মী না, নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে থাকি। মিথ্যা অভিযোগে পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে এসেছে।’

এ বিষয়ে তাড়াশ থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসা চলছে।