বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয় মেহেরপুর সদর উপজেলার ইছাখালি সীমান্তের মেইন পিলার ১২৪-এর কাছে ভারতীয় অংশে অবস্থিত নব চন্দ্রপুর বিএসএফ ক্যাম্প এলাকায়।
বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অপরদিকে, বিএসএফের পক্ষে ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে উভয় পক্ষ ঈদুল ফিতর-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুই বাহিনীর কমান্ডাররা সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য আদান-প্রদানের বিষয়েও মতৈক্যে পৌঁছান কর্মকর্তারা।
এছাড়া, সাক্ষাৎ শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার-১২৪সহ আশপাশের সীমান্ত পিলারগুলো পায়ে হেঁটে যৌথভাবে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসার এবং সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং সম্পূর্ণ আলোচনা আন্তরিক ও সদ্ভাবপূর্ণ পরিবেশে শেষ হয়।



