মুন্সীগঞ্জের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজের ঢালে একটি দ্রুতগতির বাস কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে বহু যাত্রী আহত হন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাওয়ামুখী কাভার্ডভ্যানের পিছনে থাকা বাসটি হঠাৎ গতি না কমিয়ে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডারের বোতল থাকায় দুর্ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।