গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর হামজারবাগে নির্বাচনি গণসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ |নয়া দিগন্ত

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়ে গণসংযোগকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর হামজারবাগের চাইলতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।

আসনটিতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী নয়া দিগন্তকে জানিয়েছেন, মাগরিবের নামাজের পর পাঁচলাইশ চাইলতাতলী এলাকায় গণসংযোগ করছিলেন। এসময় সন্ত্রাসী সরওয়ার বাবলাকে সেখানে দেখে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। সেখানে এরশাদ ভাইও গুলিবিদ্ধ হয়ে আহত হন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানান এই বিএনপি নেতা।